“হেমলক” শব্দটির সাথে আমারা সবাই পরিচিত । “হেমলক গাছের” কিছু তথ্য আমার জানা ছিল না। যারা জানেন তাদের কে শুভেচ্ছা আর যারা আমার মত “নতুন জান্তা পাটি” তাদের কে বলছি একটু কষ্ট করে আমার লেখা ইতিহাসটা পড়তে পারেন। যদি নতুন কিছু জানা যাই সেই আশায়। হেমলকের বৈজ্ঞানিক নাম: Conium maculatum. ক্রম: Apiales পরিবার: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ বংশের শাখা: Apioideae সদয়: Conium প্রজাতি: C. maculatum আইরিশরা হেমলক গাছকে ডাকে “Devil's Bread” নামে, মানে শয়তানের পাউরুটি বা "Devil's Porridge" মানে শয়তান এর জাউ। হেমলক দ্বিবর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। পাঁচ থেকে আট ফুট লম্বা হয়। গাছে ছোট ছোট সাদা রঙের ফুল ফোটে। ভেজা, স্যাঁতসেঁতে জায়গায় এদের জন্মে। নালার কাছে, নদীর ধারে এদের বেশি দেখা যায়। ইউরোপ, পশ্চিম এশিয়া, উত্তর আমেরিকা, উত্তর আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে হেমলক বেশি জন্মে। হেমলক গাছ সবটাজুড়েই (পাতা, ফুল, ফল, কাণ্ড, শিকড়) ছড়িয়ে আছে কোনিইন (...
Exploring history and culture.