সমাজতন্ত্রবাদ একটি বিশেষ অর্থনৈতিক মতবাদ শিল্প বিপ্লবের প্রসারের সাথে সাথে বিভিন্ন দেশে কয়েকজন খ্যাতনামা সমাজতান্ত্রিক এর আবির্ভাব হয় । এই সমস্ত সমাজতান্ত্রিক কল্পনা করেছিলেন এমন এক সমাজ ব্যবস্থার যেখানে সকলেই নিজ নিজ যোগ্যতা অনুসারে কাজ করবে এবং সকলের শ্রম থেকে পাওয়া আয় সকলের মধ্যে ন্যায্যভাবে বন্টন করা হবে। মূলত এই মতবাদ প্রচলিত গণতন্ত্রবাদের মূলে কুঠারাঘাত করে যৌথ বা সামাজিক নিয়ন্ত্রণ এর ভিত্তিতে নতুন অর্থনৈতিক ব্যবস্থার পথ নির্দেশ করে সেটাই সমাজতন্ত্রবাদ । সমাজতন্ত্রবাদীদের মধ্যে তত্ত্বগত মতভেদ আছে। মাক্স পূর্ববর্তী সমাজতন্ত্রবাদীদের আদি সমাজতন্ত্র বাদী বলা হয়। যাদের utopian বা অবাস্তব আদর্শবাদী বলে আখ্যায়িত করেছেন।
এই আদি সমাজতন্ত্রবাদীদের মধ্যে একজন ছিলেন ইংল্যান্ডের রবার্ট ওয়েন। প্রথম জীবনে তিনি ছিলেন ম্যানচেস্টারের একটি কাপড়ের কলের ম্যানেজার। ম্যানেজার হিসেবে তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দেন। কিন্তু factory প্রথার যাবতীয় কুফল দেখে তিনি শ্রমিকশ্রেণীর উন্নতি সাধনে তার জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেন। নিউ ল্যানার্কে একটি আদর্শ শিল্পনগর স্থাপন করে শ্রমিক সাধারণের সর্বপ্রকার উন্নতি সাধনের সার্থক চেষ্টা করেন ।তার স্বার্থ ত্যাগ ও প্রচেষ্টায় শ্রমিকদের মধ্যে অনেক সমবায় প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার আদর্শকে কার্য রূপে পরিণত করতে তিনি 1835 খ্রিস্টাব্দে the association of all classs of all nations নামক প্রতিষ্ঠান স্থাপন করেন। তার আদর্শ ও কর্ম দ্বারা তিনি ইংল্যান্ডে সমাজতান্ত্রিক ভাবধারা সূত্রপাত করেন। তবে আনিকিনের মতে ওভেনের বক্তব্য উন্নততর সাম্যবাদের সমর্থ হলেও তা ছিল সামঞ্জস্যহীনতা ভরা।
রবার্ট ওয়েন যেরূপ ইংল্যান্ডে সেন্ট সাইমন সেরুপ ফ্রান্সে সমাজতন্ত্র বাদের অগ্রদূত হিসেবে পরিগণিত হন তাই Hezen ভাষায়- " if Owen may be considered the founder of english socialism, Saint Simon was the founder of socialism in france."
এই আদি সমাজতন্ত্রবাদীদের মধ্যে একজন ছিলেন ইংল্যান্ডের রবার্ট ওয়েন। প্রথম জীবনে তিনি ছিলেন ম্যানচেস্টারের একটি কাপড়ের কলের ম্যানেজার। ম্যানেজার হিসেবে তিনি যথেষ্ট দক্ষতার পরিচয় দেন। কিন্তু factory প্রথার যাবতীয় কুফল দেখে তিনি শ্রমিকশ্রেণীর উন্নতি সাধনে তার জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেন। নিউ ল্যানার্কে একটি আদর্শ শিল্পনগর স্থাপন করে শ্রমিক সাধারণের সর্বপ্রকার উন্নতি সাধনের সার্থক চেষ্টা করেন ।তার স্বার্থ ত্যাগ ও প্রচেষ্টায় শ্রমিকদের মধ্যে অনেক সমবায় প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার আদর্শকে কার্য রূপে পরিণত করতে তিনি 1835 খ্রিস্টাব্দে the association of all classs of all nations নামক প্রতিষ্ঠান স্থাপন করেন। তার আদর্শ ও কর্ম দ্বারা তিনি ইংল্যান্ডে সমাজতান্ত্রিক ভাবধারা সূত্রপাত করেন। তবে আনিকিনের মতে ওভেনের বক্তব্য উন্নততর সাম্যবাদের সমর্থ হলেও তা ছিল সামঞ্জস্যহীনতা ভরা।
রবার্ট ওয়েন যেরূপ ইংল্যান্ডে সেন্ট সাইমন সেরুপ ফ্রান্সে সমাজতন্ত্র বাদের অগ্রদূত হিসেবে পরিগণিত হন তাই Hezen ভাষায়- " if Owen may be considered the founder of english socialism, Saint Simon was the founder of socialism in france."
Comments
Post a Comment