"ইতিহাস: একটি সম্পূর্ণ ব্যাখ্যা" নামক ব্লগ পত্রিকার গতি বৃদ্ধির জন্য লেখা নেওয়া শুরু হয়ে গেছে। প্রতি ৬ মাস অন্তর অন্তর নতুন লেখা যোগ করা হবে। আগামী ১ জানুয়ারি ২০১৯ থেকে নিয়মিতভাবে এই ব্লগ পত্রিকার যাত্রা শুরু হবে। তাই দ্রুত লেখা পাঠান। আমাদের পত্রিকার ওয়েবসাইট: itihasoitihasik.blogspot.in
লেখা পাঠানোর এবং লেখা প্রকাশ-সংক্রান্ত কয়েকটি নিয়ম:
১) UNICODE ফন্টে লিখে সেটা word ( .docx ) ফাইল হিসেবে পাঠাতে হবে বা লেখাটি ইমেলে পেস্ট বা কম্পোজ করেও পাঠাতে পারেন। দয়া করে পিডিএফ বা ইমেজ ফাইলের মাধ্যমে লেখা পাঠাবেন না। লেখা পাঠান এই ঠিকানায় :- itihasoitihasik@gmail.com
২) লেখা, ছবি অপ্রকাশিত ও মৌলিক হওয়া চাই। ইন্টারনেটে প্রকাশিত লেখা পাঠাবেন না।
৩) কপিরাইট লঙ্ঘন করে কোনও লেখা পাঠাবেন না। কোনও লেখার কপিরাইট সংক্রান্ত দায়িত্ব "ইতিহাস: একটি সম্পূর্ণ ব্যাখ্যা" নেবে না।
৪) সবাই লেখা পাঠাতে পারেন, তবে মনোনয়নের ব্যাপারে সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।
৫) লেখা পাঠানোর ৩মাসের মধ্যে উত্তর না পেলে লেখাটি মনোনীত হয়নি ধরে নিতে পারেন।
৬) লেখকের এবং মন্তব্যকারীর লেখায় অথবা প্রোফাইলে পরিষ্কারভাবে লাইসেন্স প্রসঙ্গে কোন উল্লেখ না থাকলে স্ব-স্ব লেখার এবং মন্তব্যের সর্বস্বত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারী কর্তৃক সংরক্ষিত থাকবে। লেখকের বা মন্তব্যকারীর অনুমতি বা সূত্রোল্লেখ বা কৃতজ্ঞতা স্বীকার ব্যতিরেকে লেখার বা মন্তব্যের আংশিক বা পূর্ণ অংশ কোন ধরনের মিডিয়ায় পুনঃপ্রকাশ করা যাবে না।
৭) প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর, "ইতিহাস: একটি সম্পূর্ণ ব্যাখ্যা"-র কর্তৃপক্ষ এজন্য কোনভাবেই দায়ী নন।
৮) লেখার মান বিচারে বানানের শুদ্ধতাও দেখা হবে। ব্লগ পত্রিকা-এ আমরা আকাদেমি বানান অভিধান ব্যবহার করি।
৯) লেখার মধ্যেই আপনার ই-মেইল ঠিকানা, সাধারণ ডাক-ঠিকানা, ফোন নম্বর দেবেন--তাহলে লেখকের সঙ্গে যোগাযোগ করতে সুবিধা হয়।
১০) লেখা পাঠালে লেখক এই নিয়মগুলি মান্য করছেন বলে গণ্য করা হবে।
আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনাদের সৃষ্টিশীল রচনা পাঠাতে, এবং সে-জন্য আগাম ধন্যবাদ। কোনো রকম জিজ্ঞাসা বা সাহায্যের জন্য ইমেল করুন এই ঠিকানায়- itihasoitihasik@gmail.com
লেখা পাঠানোর এবং লেখা প্রকাশ-সংক্রান্ত কয়েকটি নিয়ম:
১) UNICODE ফন্টে লিখে সেটা word ( .docx ) ফাইল হিসেবে পাঠাতে হবে বা লেখাটি ইমেলে পেস্ট বা কম্পোজ করেও পাঠাতে পারেন। দয়া করে পিডিএফ বা ইমেজ ফাইলের মাধ্যমে লেখা পাঠাবেন না। লেখা পাঠান এই ঠিকানায় :- itihasoitihasik@gmail.com
২) লেখা, ছবি অপ্রকাশিত ও মৌলিক হওয়া চাই। ইন্টারনেটে প্রকাশিত লেখা পাঠাবেন না।
৩) কপিরাইট লঙ্ঘন করে কোনও লেখা পাঠাবেন না। কোনও লেখার কপিরাইট সংক্রান্ত দায়িত্ব "ইতিহাস: একটি সম্পূর্ণ ব্যাখ্যা" নেবে না।
৪) সবাই লেখা পাঠাতে পারেন, তবে মনোনয়নের ব্যাপারে সম্পাদকমণ্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।
৫) লেখা পাঠানোর ৩মাসের মধ্যে উত্তর না পেলে লেখাটি মনোনীত হয়নি ধরে নিতে পারেন।
৬) লেখকের এবং মন্তব্যকারীর লেখায় অথবা প্রোফাইলে পরিষ্কারভাবে লাইসেন্স প্রসঙ্গে কোন উল্লেখ না থাকলে স্ব-স্ব লেখার এবং মন্তব্যের সর্বস্বত্ব সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারী কর্তৃক সংরক্ষিত থাকবে। লেখকের বা মন্তব্যকারীর অনুমতি বা সূত্রোল্লেখ বা কৃতজ্ঞতা স্বীকার ব্যতিরেকে লেখার বা মন্তব্যের আংশিক বা পূর্ণ অংশ কোন ধরনের মিডিয়ায় পুনঃপ্রকাশ করা যাবে না।
৭) প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর, "ইতিহাস: একটি সম্পূর্ণ ব্যাখ্যা"-র কর্তৃপক্ষ এজন্য কোনভাবেই দায়ী নন।
৮) লেখার মান বিচারে বানানের শুদ্ধতাও দেখা হবে। ব্লগ পত্রিকা-এ আমরা আকাদেমি বানান অভিধান ব্যবহার করি।
৯) লেখার মধ্যেই আপনার ই-মেইল ঠিকানা, সাধারণ ডাক-ঠিকানা, ফোন নম্বর দেবেন--তাহলে লেখকের সঙ্গে যোগাযোগ করতে সুবিধা হয়।
১০) লেখা পাঠালে লেখক এই নিয়মগুলি মান্য করছেন বলে গণ্য করা হবে।
আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনাদের সৃষ্টিশীল রচনা পাঠাতে, এবং সে-জন্য আগাম ধন্যবাদ। কোনো রকম জিজ্ঞাসা বা সাহায্যের জন্য ইমেল করুন এই ঠিকানায়- itihasoitihasik@gmail.com
আমি আজ পাঁচ বছর ধরে কবিতা লেখা শুরু করেছি কিন্তু আমার কোনো কবিতাই এখনও প্রকাশিত হয়নি ।তাই আমার কবিতা কি প্রকাশ করা সম্ভব ।আমার বয়স 19
ReplyDelete